অক্ষত্রিয়

ঋজুরেখ চক্রবর্তী


সাজিয়ে নিলাম আধচেনা এই বাসা
প্রতীক্ষা এক স্বপ্নযাপন পথ।
হিরণ্যকায় মৃগের জিজ্ঞাসা--
চলৎশক্তি? তোমারই তো অভিমত।

তোমারই আলোয় অসম্ভবকে চেনা।
আশেপাশে যত ধ্বংস মৃত্যু দ্বেষ --
সে-দায় আমার, সে-পাপ আমারই দেনা।
সৃষ্টি নিজেরই নারকীয় অবশেষ।

অরণ্যে আজ বীর নেই কোনও আর,
অক্ষত্রিয়ৠ‡à¦° আধখানা কথা রাখো।
আধচেনা এই বাসায় পুরুষকার--
প্রেমে ও স্বপ্নে দোদুল্যমাঠসাঁকো।

অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য